সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সংগীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের সিটি মার্কেট এলাকায় বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শামীমা পারভীন রত্না সাতক্ষীরা শহরের সিটি মার্কেট এলাকার মো. শওকত হোসেনের মেয়ে ও ব্যাংক কর্মকর্তা মিঠু আমিনের স্ত্রী। তিনি সাংস্কৃতিক সংস্থা বর্ণমালা একাডেমির পরিচালক।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনা গেজেট/এনএম