সাতক্ষীরার দেবহাটা উপজেলায় স্বামীর সঙ্গে বাবার বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ফারহানা খাতুন (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
নিহত ফারহানা খাতুন দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের খালিদ হাসানের স্ত্রী এবং পারুলিয়া গাজিবাড়ি এলাকার মোশাররফ হোসেনের মেয়ে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় স্বামী খালিদ হাসানের সঙ্গে পারুলিয়া বাজার থেকে খাবার কিনে পারুলিয়া গাজিবাড়ি এলাকার বাবার বাড়িতে ফিরছিলেন ফারহানা। পথিমধ্যে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পারুলিয়া এলাকার কামালের ‘স’ মিল সংলগ্ন স্থানে পৌঁছালে সাতক্ষীরা অভিমুখে যাওয়া একটি মালবাহী ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন ফারহানা খাতুন।
ওসি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ঘাতক ট্রাক বা চালককে আটক করা যায়নি। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এএজে