কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল(২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
মৃত শিশু জান্নাতুলের দাদা শহিদুল ইসলাম শহীদ বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে শিশুর মা বাড়ির পাশে পুকুরে তেলাপিয়া মাছের খাবার দিতে যায়। এ সময় তার মায়ের পিছে পিছে পুকুর পাড়ের দিকে যায়। কিন্তু বিষয়টি তার মা খেয়াল না করে সে বাড়ির পাশের সবজি খেতে সবজি উঠাতে যায়। ফিরে এসে জান্নাতুলকে খুঁজে না পেয়ে পুকুর পাড়ে যেয়ে দেখে সে (জান্নাতুল) পুকুরের পানিতে ভাসছে। এসময় স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি শুনেছেন বলে জানান।
খুলনা গেজেট/এএজে