সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে রাকিবুল হাসান সিয়াম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ধোপাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর রাকিবুল হাসান সিয়াম সাতক্ষীরা শহরের মুঞ্জিতপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম বলেন, সিয়াম মোটরসাইকেল নিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধোপাপুকুর এলাকার দিয়ে যাচ্ছিল। দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তার স্পীড ব্রেকারে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে এসময় কর্তব্যরত চিকিৎসক ত্রিদেব দেব কুমার বলেন, তিনি বেঁচে নেই।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এএজে