বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
‘সুন্দরবন উন্নয়ন’ নামে পৃথক মন্ত্রণালয়ের দাবি নাগরিক সমাজের

দুর্যোগে লড়াই করতে ঢাল সুন্দরবন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক সংলাপ গত ২১ সেপ্টেম্বর শহরের লেকভিউ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন এ সংলাপের আয়োজন করে।

সংলাপে শুরুতে জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দল ও সংস্থাগুলোর সুপারিশ তুলে ধরেন সিএসও প্রতিনিধি ইমদাদুল হক। সংলাপে প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, একশন এইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি বিভাগের প্রধান মরিয়ম নেছা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম, বাসদ এর জেলা সংগঠক এ্যাডঃ আজাদ হোসেন বেলাল, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, গণফোরমের জেলা সভাপতি আলীনূর খান বাবুল, সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য সহকারী অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সহসভাপতি অধ্যাপক পবিত্রমোহন দাশ, এডাব এর জেলা সভাপতি মাধব চন্দ্র দত্ত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. আবুল কালাম বাবলা, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশে^রুল হক জ্যোতি, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপালীর নির্বাহী শফিকুল ইসলাম।

সংলাপে বক্তারা বলেন, “সাতক্ষীরার মানুষ সুন্দরবন সুরক্ষায় বদ্ধপরিকর। সুন্দরবন না থাকলে উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষের জন্য কঠিন হয়ে পড়বে। এজন্য সবার আগে সুন্দরবন রক্ষায় যুগোপযোগী আইন করতে হবে, সুন্দরবন ও উপকূলীয় এলাকার উন্নয়নের জন্য ‘সুন্দরবন উন্নয়ন’ নামে পৃথক মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি দিতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে পেশিশক্তি, কালো টাকার ব্যবহার ও মনোনয়ন বাণিজ্য বন্ধ, সামাজে যার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি তোলেন তাঁরা।

এছাড়া বর্তমান সংসদের ৩০০ আসনের সাথে নারীদের জন্য অতিরিক্ত আসন ১০০ আসন যুক্ত করার পাশাপাশি সেই ১০০ আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন