শুক্রবার । ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ । ৪ঠা আশ্বিন, ১৪৩২

আত্মরক্ষায় দক্ষ হচ্ছে কিশোরীরা

তালা প্রতিনিধি

‘আমরা প্রায়ই বিভিন্ন ভয়ের মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করি। আত্মরক্ষার এই প্রশিক্ষণের মাধ্যমে আমি বুঝতে পারছি, নিজেকে কীভাবে সুরক্ষা করা যায়। আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। ভবিষ্যতে আর কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমি একা হয়ে পড়ব না।’

কথাগুলো বলছিলেন তালা শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মৌশি আক্তার। তিনি বর্তমানে অংশ নিচ্ছেন তালায় শুরু হওয়া ৭ দিনব্যাপী আত্মরক্ষামূলক প্রশিক্ষণে। সম্প্রতি শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব)-এর হোপ প্রকল্পের উদ্যোগে এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন এবং রিইব-এর হোপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নিলীমা মুন্ডা। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন মার্শাল আর্ট প্রশিক্ষক কুতুব উদ্দীন গাজী।

এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বিদ্যালয়ের ২০ জন কিশোরী। ফিল্ড ফ্যাসিলিটেটর নিলীমা মুন্ডা বলেন, “কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। আত্মরক্ষার কৌশল শিখে তারা বাল্যবিবাহ ও যৌন হয়রানির মতো ঝুঁকির মোকাবিলা করতে আরও প্রস্তুত হবে।” প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে। আয়োজকদের প্রত্যাশা, কিশোরীরা নিজেদের নিরাপত্তার পাশাপাশি সমাজে অন্যদেরও সচেতন করতে ভূমিকা রাখবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন