বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

শ্যামনগরে খোলপেটুয়া নদীর দেবে যাওয়া চরে বালু ভর্তি জিও বস্তা ডাম্পিং শুরু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের উত্তর ভামিয়া গ্রামের জোমাদ্দার পাড়া সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর ভাঙনকৃত চরে বালু ভক্তি জিও বস্তা ডাম্পিং কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

গতকাল মঙ্গলবার বিকাল থেকে খোলপেটুয়া নদীর চরের ৪০০ শত ফুট এলাকা জুড়ে দেবে যাওয়া স্থানে বালু ভর্তি জিও বস্তা ডাম্পিং করা হয়।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট বিকালে হঠাৎ করে শ্যামনগর উপজেলার উপকূলীয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের উত্তর ভামিয়া জোমাদ্দার পাড়া সংলগ্ন খোলপেটুয়া নদীর চরের প্রায় ৪০০ ফুট এলাকাজুড়ে মাটি দেবে গিয়ে অসংখ্য গর্ত ও ফাটল সৃষ্টি হয়। এর গভীরতা বেড়ে কোথাও কোথাও ৭০ থেকে ৮০ ফুট পর্যন্ত হয়। এ ঘটনায় ভাঙন আতঙ্কের মধ্যে পড়ে এলাকার প্রায় ৩৫০টি পরিবার।

এদিকে খোলপেটুয়া নদীর চর দেবে যাওয়ার ঘটনাটি ছড়িয়ে পড়লে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন ঘটনা স্থল পরিদর্শন করেন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত কাজ শুরু করার পরামর্শ দেন।

চরের ভাঙ্গন পয়েন্টের বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করার সময় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ- ১এর উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলামের সাথে নীলডুমুর ১৭ বর্ডার গার্ড (বিজিবি) প্রতিনিধি, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর প্রতিনিধি মেহেদী হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভাঙন কবলিত এলাকায় দ্রুত কাজ শুরু করায় এলাকাবাসী শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ- ১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “শ্যামনগরের ভামিয়া এলাকায় দেবে যাওয়া খোলপেটুয়া নদীর চরের কাছে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করার কাজ শুরু হয়েছে। একই সাথে ভাঙ্গন প্রতিরোধে যা যা করণীয় সবকিছু ব্যবস্থা নেয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন