Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের গাছ কাটার অভিযোগ

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালায় পুর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের ৩০ হাজার টাকার গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বিষ্ণু চৌধুরী তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে সোমবার জানা যায়, তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের মৃত বাসুদেব চৌধুরীর ছেলে বিষ্ণু চৌধুরীর (৩৭) সাথে একই গ্রামের কাজী হান্নানের ছেলে কাজী নজরুল ইসলাম অরফে রোকনের দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল । তার জের ধরে রোকন গংরা গত মঙ্গলবার (১৪জুলাই) সকালে বিষ্ণু চৌধুরীর পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে বসতবাড়ির পিছনের ৩টি আম গাছ, ১টি ফলন্ত গাব গাছ ও বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ কেটে দেয় । এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী বিষ্ণু চৌধুরী ।

তিনি আরও বলেন, ‘রোকন বিভিন্ন সময় আমাকে মামলায় ফাসানোর হুমকি দিয়ে আসছিল । তারই বর্হিপ্রকাশে সে আমার গাছ কেটে আমার বিরুদ্ধেই থানায় অভিযোগ করেছে । আমাকে হয়রানি করতে এ ধরনের কর্মকান্ড করা হয়েছে ।’ রোকনের হুমকি ও হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বিষ্ণুর পরিবার ।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দীন ও এএসআই হুমায়ুন ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন