Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় এক ঘন্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে এক ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা নজরল ইসলাম (৭৫) ও যশোর জেলার শার্শা উপজলার বাগআঁচড়া এলাকার ফারাজউল্লাহ’র ছেলে ইসমাইল হোসেন (৬০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, গত মঙ্গলবার নজরল ইসলামকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে পাঠোনা হয়। বৃহস্পতিবার তার শরীরে করোনা পজেটিভ রিপার্ট আসে। শুক্রবার থেকে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে নয়টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, এছাড়া জ্বর ও সর্দি কাশি নিয়ে যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার ইসমাইল হোসেনকে শনিবার ভোর পাঁচটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। হাসপাতাল ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১০টার দিকে তিনি মারা যান। পরে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ হুসাইন শাফায়াত বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে উভয়ের মরদেহ দাফন করতে বলা হয়েছে। এছাড়া মৃতদের বাড়ি লকডাউন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/ এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন