Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের করোনা পজিটিভ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
তবে বর্তমানে তিনি স্বাভাবিক আছেন বলে জানা গেছে। এই মুহূর্তে তার কোন জ্বর বা অন্য কোন উপসর্গ নেই।

কয়েকদিন আগে সামান্য জ্বর ও মাথা ব্যাথা অনুভব করায় তিনি নমুনা দিয়েছিলেন। বুধবার তার করোনা পজিটিভ শনাক্তের রিপোর্ট এসেছে বলে জানিয়েছে সাতক্ষীরা সিভিল সার্জন অফিস।

নজরুল ইসলাম স্বাস্থ্যবিধি মেনে যথেষ্ট সতর্ককতার সাথে থাকলেও করোনা পরিস্থিতিতে তাকে নিয়মিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে আর্থিক সহযোগিতা করাসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণের জন্য উপস্থিত থাকতে হয়েছে। করোনা সংক্রমণের শুরু থেকেই তিনি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের ব্যানারে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আবার সাতক্ষীরা জেলা পরিষদ ও সাতক্ষীরা জেলা আ’লীগের পক্ষ থেকেও সাহায্য-সহযোগিতা অব্যাহত রেখেছেন।

খুলনা গেজেট/এনএম 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন