Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় কৃষকের বাজার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় কৃষকের বাজার এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা পিটিআই সংলগ্ন পিএন স্কুল মাঠে কৃষকের বাজারের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় ও কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে কৃষকের বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আমজাদ হোসেন, সাতক্ষীরা জেলা বাজার মনিটরিং কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ ও পৌরসভার ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঘুজিৎ কুমার গুহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘করোনা পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত পণ্য যাতে ভোক্তা-সাধারণ সরাসরি ক্রয় করতে পারে সেজন্য সরকার এ উদ্যোগ নিয়েছেন। প্রতি শুক্র ও শনিবার সকাল ৭ টা থেকে এ বাজারে কৃষক তার উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন