Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে প্রসাদ কুমার মজুমদার নামের একজনের ও উপসর্গ নিয়ে রফিকুল ইসলাম নামের আরো একজনের মৃত্যু হয়েছে।

উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে করোনা রির্পোট পজেটিভ আসার পর বিকালে তিনি মারা যান প্রসাদ কুমার। দুপুরে ভর্তি হয়ে বিকালে মারা যান রফিকুল।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রসাদ কুমার মজুমদার (৫৮) সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া রফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের বাসিন্দা। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন প্রসাদ কুমার মজুমদার। গত ১১ জুলাই তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার দুপুরে প্রাপ্ত রির্পোটে তার নমুনায় করোনা পজেটিভ আসে। এ খবর জানার পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান তিনি।

এদিকে রফিকুল ইসলাম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার বেলা ২ টার দিকে হাসপাতালে ভর্তি হওয়ার কিছু সময় পর সে মারা যায়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উপসর্গে মৃত রফিকুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে প্রসাদ কুমার মজুমদারের লাশ সৎকার ও রফিকুলের লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন