Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেহেরপুরে বিজিবির ধাওয়া, পানিতে ডুবে যুবকের ‍মৃত্যু

গেজেট ডেস্ক

মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তসংলগ্ন হরিরামপুর বিল থে‌কে মিঠু না‌মেব এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকা‌লের দিকে স্থানীয়দের সহায়তায় বিল থে‌কে মিঠুর মরদেহ উদ্ধার ক‌রে পুলিশ।

তিনি সদর উপজেলার পেয়াদাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

জানা যায়, বুধবার সন্ধ্যা সা‌ড়ে ৬টার দিকে মিঠু মাদক ক্রয়ের উদ্দেশে সীমান্ত এলাকায় যায়। এসময় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের এক‌টি টহল দল তাকে ধাওয়া করে। ওই সময় প্রাণ বাঁচাতে তিনি হরিরামপুর বিলে ঝাঁপ দেয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, যেহেতু ঘটনাটি সীমান্ত এলাকায় একার‌ণে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিজিবির ধাওয়ায় পালাতে গিয়ে তিনি পানিতে ডুবে মারা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত ব্যক্তি একজন মাদকসেবী ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন