মঙ্গলবার । ১৬ই ডিসেম্বর, ২০২৫ । ১লা পৌষ, ১৪৩২

মনোনয়ন ফরম তুলে ফেরার পথে ইউপি চেয়ারম্যান আটক

মাগুরা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাগুরা-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি) নামের এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী এলাকা মাগুরার শ্রীপুরে যাওয়ার পথে নিজনান্দুয়ালী হাজরার মোড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

এর আগে কুতুবুল্লাহ হোসেন মিয়া মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ তার হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন।

এদিকে নির্বাচনী এলাকায় ফেরার পথে মাগুরা শহরের নিজনান্দুয়ালী নতুন বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন ডিবি পুলিশ সদস্য তার গাড়ি থামিয়ে তাকে আটক করে নিয়ে যান। কুতুবুল্লা হোসেন মিয়া শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার সঙ্গে থাকা মিটুল হোসেন নামে এক ব্যক্তি জানান, মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার সময় নতুন বাজার এলাকায় ডিবি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি গাড়ি থামিয়ে কুতুবুল্লাহ হোসেন মিয়াকে নিয়ে যান। পরে তাকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানতে পারেন তিনি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঢাকা পোস্টকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, কুতুবুল্লাহ হোসেন মিয়া নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন