মাগুরার রামনগরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি কাঠবোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের হেলপার মনু মিয়া (২৫) ঘটনাস্থলেই মারা যান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনু মিয়া শালিখা উপজেলার ছান্দড়া গ্রামের আব্দুল জলিল কাজীর ছেলে।
স্থানীয়রা জানান, শালিখার শতখালী এলাকা থেকে কাঠ নিয়ে আসা ট্রাকটি হঠাৎ সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। বিকট শব্দ পেয়ে তারা ছুটে এসে দেখেন, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর চালক পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস হেলপার মনুর মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
রামনগর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।