Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইবির নতুন ট্রেজারার ড. আলমগীর হোসেন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইঁয়া। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহমুদুল আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এই তথ্যটি জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০, (সংশোধিত আইন, ২০১০) এর ১২ (১) ধারা অনুসারে ড. আলমগীর হোসেন ভুইঁয়া অধ্যাপক অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াকে উক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি বিধি অনুযায়ী এ পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এর আগে গত বছরের ২১শে আগস্ট কোষাধ্যক্ষ পদে মেয়াদ পূর্ণ করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিল।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন