Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খালেদার সুস্থতা কামনায় ইবিতে সাদা দলের দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করোনা থেকে সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দল। মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এর আয়োজন করা হয়।

মাহফিলে মুনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ স ম শোয়াইব আহমদ। মুনাজাতে খালেদা জিয়া সহ বিশ্বের করোনা আক্রান্ত সকলের সুস্থতা কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সাদা দলের আহবায়ক ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, একই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক মোহাম্মদ সেলিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী।

এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহেদ আহম্মেদ, মিথুন, মাহবুব, দাউদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার খালেদা জিয়ার করোনা টেস্টর নমুনা সংগ্রহ করা হয় এবং রবিবার তার ফলাফল পজিটিভ আসে। তিনি তার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে ইতোমধ্যে চিকিৎসা শুরু করেছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন