কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গেজেট ডেস্ক

কুষ্টিয়ায় ক্যানেলের পানিতে ডুবে সাবেত (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলার বড় আইলচারা এলাকায় এ ঘটনা ঘটে। সাবেত বড় আইলচারার গ্রামের মন্ডলপাড়ার দানেচ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দানেচ আলী সকালে বাড়ির পাশের সেচ ক্যানেলে গরুকে গোসল করাতে যায়। এ সময় তার সঙ্গে ছেলে সাবেতও ছিল। পরে সাবেত অন্য ছেলেদের সঙ্গে পানিতে গোসল করতে নামে। এদিকে দানেচ আলী গরুকে গোসল করিয়ে বাড়ি ফিরে আসেন। তবে এরপর অনেকটা সময় পার হয়ে গেলে ছেলে বাড়ি না ফেরায় লোকজন তাকে সেখানে খুঁজতে যান। এসময় তারা শিশুটির মৃতদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন