Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনায় ইবি ছাত্র উপদেষ্টার শারীরিক অবস্থার অবনতি

ইবি প্রতিনিধি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে ইবি শিক্ষক সমিতি।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বাদ জুমুআ ক্যাম্পাসস্থ কেন্দ্রীয় মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা দোয়া মোনাজাতে অংশ নেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইবির পেশ ইমাম কাম খতিব আ স ম শোয়াইব আহমাদ।

পারিবারিক সূত্র জানায়, অধ্যাপক সাইদুর গত ২৮ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রেজাল্ট আসে। এর তিনি প্রথমে নিজ বাসায় এবং পরে কুষ্টিয়ায় একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে গত ২ ফেব্রুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কোভিডের কারণে তার ফুসফুস বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

বর্তমানে তিনি অক্সিজেন্স মাস্ক ব্যবহার করে শ্বাস নিচ্ছেন। তবে ক্রমেই তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে জানা গেছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন