রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

বিপুল অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর ও তিন সহযোগী গ্রেপ্তার

গেজেট ডেস্ক 

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারায় নিজ বাড়ি থেকে তিন সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) গভীর রাত থেকে শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে ৬টি বিদেশি পিস্তল, একটি শটগান, ম্যাগাজিন, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, একসময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল লিপটন। তার বিরুদ্ধে ইবি থানায় বেশ কিছু জিডি রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকেও শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরসহ চারজন গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন