Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় মামা-ভাগনের মৃত্যু

গেজেট ডেস্ক

কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামা ও ভাগনে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে রাহাত ইসলাম পলাশ (৩০)। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সাভারে কর্মরত ছিলেন। অপরজন ফাহিম অনিক (২৩) কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী পলাশ ও অনিক শহরের মজমপুর থেকে চা খেয়ে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে মোল্লাতেঘরিয়া এলাকায় যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে জিলা স্কুলের সামনে দ্রুত গতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাহাত ইসলাম পলাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফাহিম অনিকও মৃত্যুবরণ করেন। আহত অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছেন তানভীর গণি নামে আরেক যুবক।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন