Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সীমান্তে ২ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ, বিএসএফের অনুরোধে ফেরত দিল বিজিবি

গেজেট ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় ২ নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (৫ মার্চ) সীমানা অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। পরে বিএসএফের অনুরোধে ওই দুই নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।

আজ দুপুরে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভারতীয় দুই নাগরিক আবু সাঈদ (৫৫) ও কালু হালদার (৫৫) সীমান্ত পিলার ৮৫/১৩-এস সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী বিওপির টহল দল দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ থেকে তাদের আটক করে। আটক ভারতীয়দের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বিশ্বাসপাড়া গ্রামে।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ভুলবশত তারা সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশে করেছিল।

এদিকে বিজিবির হাতে ভারতীয় দুই নাগরিক আটকের খবর পেয়ে বিএসএফ তাদের ফেরত চেয়ে পত্র দেয়। পত্র পেয়ে একইদিন বিকেল সাড়ে ৫টায় ৮৫/১৩-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চরচিলমারী কোম্পানি কমান্ডার ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন চরভদ্রা কোম্পানি কমান্ডার। পতাকা বৈঠক শেষে আটক ভারতীয় দুই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, আটক ভারতীয় দুই নাগরিককে হস্তান্তরের মাধ্যমে বিজিবি তার পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ ও আন্তঃসীমান্ত সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন