বিজয় মিছিলে হামলা, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

গেজেট ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালীতে আন্দোলনকারীদের বিজয় মিছিলে হামলা ও হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুমারখালী উপজেলা শাখার সাবেক সভাপতি জাহাঙ্গীর হাসানকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাহাঙ্গীর হাসান কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের প্রয়াত সাদেক আলীর ছেলে।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে কুমারখালীতে আনন্দ মিছিল করছিলেন আন্দোলনকারীরা। এ সময় এলঙ্গী এলাকায় আন্দোলকারীদের হত্যার উদ্দেশে অস্ত্রশস্ত্রসহ হামলা ও মারপিট করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় গত ২৪ আগস্ট আহত আন্দোলনকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুজ্জামান আলী খান বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেন। মামলায় মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-১৫ জনকে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, আন্দোলকারীদের বিজয় মিছিলে হামলা করে হত্যাচেষ্টা মামলায় কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার সন্দেহভাজন আসামি। মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন