Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রেল সেতুতে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাতপরিচয়ে যুবকের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী রেল সড়কের গড়াই নদীর লোহার রেল সেতু থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ জানায়, রোববার সকাল ১১টার দিকে গড়াই নদীর লোহার রেল সেতুতে মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ে পুলিশের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মহির উদ্দিন বলেন, খবর পেয়ে গড়াই নদীর লোহার রেল সেতু থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, এটি দুর্ঘটনা নাকি হত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন