Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইবি সাংবাদিক সমিতির নির্বাচন কাল

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২০ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সমিতির সাংবাদিকদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

জানা যায়, ইবিসাসের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছরের ন্যায় আগামী ৭ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয় প্রেস কর্ণারে এ ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আতাউল হক ও সমিতির সাবেক সভাপতি সুজা উদ্দিন। এছাড়াও নির্বাচন পর্যাবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ।

পরে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে নির্বাচনের ফল ঘোষণা করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ।

সমিতির বর্তমান সভাপতি ইমরান শুভ্র বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন