Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইবিতে খালেদা জিয়া ও শেখ রাসেল হলে নতুন প্রভোস্ট নিয়োগ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী এক বছরের জন্য তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ সূত্রে তথ্যটি জানা গেছে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. রেবা মন্ডলকে খালেদা জিয়া হল ও বাংলা বিভাগের প্রফেসর ড. রবিউল হোসেনকে শেখ রাসেল হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে। উভয় হলের প্রভোস্টের মেয়াদকাল পূর্ণ হওয়ায় পুণরায় তাদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট প্রফেসর ড. রবিউল হোসেন বলেন, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করবো। এক্ষেত্রে সর্বাজ্ঞে গুরুত্ব পাবে শিক্ষার্থীরা। আমরা তাদের সহযোগিতা কামনা করি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন