Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফলের দোকানে যৌন উত্তেজক সিরাপ, ব্যবসায়ীকে জরিমানা

গে‌জেট ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালীতে ফলের দোকানে যৌন উত্তেজনা সৃষ্টিকারী ‘হিট জেনসিন প্লাস’ সিরাপ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকার লামিয়া কনফেকশনারী অ্যান্ড ফল ভান্ডারের মালিক রিমন হোসেনকে (২৪) এ জরিমানা করা হয়। এ সময় ৩০ বোতল নিষিদ্ধ ওষুধ ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। এ সময় ভূমি কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, গোপন সংবাদে খবর পেয়ে লামিয়া কনফেকশনারী অ্যান্ড ফল ভান্ডারে অভিযান চালানো হয়। অভিযানে ফলের দোকানে নিষিদ্ধ যৌন উত্তেজনা সৃষ্টিকারী ‘হিট জিনসিন প্লাস’ সিরাপ রাখার অপরাধে ফল ব্যবসায়ীকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে সেখানে পাওয়া ৩০ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়। পরে জব্দ ওষুধগুলো ধ্বংস করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন