Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গে‌জেট ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় কোয়েল জোয়ার্দ্দার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে মিরপুর উপজেলার পশুহাট সংলগ্ন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোয়েল জোয়ার্দ্দার মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নওপাড়া মহল্লার মনো জোয়ার্দ্দারের ছেলে। পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে মিরপুর পশুহাট সংলগ্ন এলাকায় রেললাইনের উপর ওই যুবক (কোয়েল জোয়ার্দ্দার) দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন দিক থেকে চুয়াডাঙ্গার দর্শন থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস নামের একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি জানান, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।’

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন