Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নিখোঁজের ৬ দিন পর বাগানে মিলল স্কুল ছাত্রের লাশ

গেজেট ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে নিখোঁজ হওয়ার ৬ দিন পর স্কুল ছাত্র শাহীন আলী (১১) এর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ( ১৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা এলাকার একটি মাঠ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহীন আলী উপজেলার প্রাগপুর ইউনিয়নের তেকালা গ্রামের প্রবাসী সানেহ আলীর ছেলে ও স্থানীয় তেকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ।

মরদেহটি স্কুলছাত্র শাহিনের বলে নিশ্চিত করেছেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি।

গত ১১ ডিসেম্বর বিকেলে দাদার ব্যাবহৃত ব্যাটারিচালিত ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় শাহিন আলী। পরে খোজাখুজি করা হয় এবং মাইিকিং করেও তার সন্ধান না পেয়ে পরেরদিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয় বলে জানিয়েছেন শিশুটির পরিবার ।

এবিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ শিশুটির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে, ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর মাঠের মধ্যে একটি মেহগণি বাগানের মধ্যে ফেলে রাখা হয়েছিল। এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন