Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইউট্যাব ইবি শাখার নেতৃত্বে ড. তোজাম্মেল- ড. আবু জাফর

ইবি প্রতিনিধি

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনকে সভাপতি ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এই কমিটির অনুমোদন দেন।

৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. ইদ্রিস আলী ও অধ্যাপক মোহাম্মদ সেলিম, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান ও অধ্যাপক ড. শাহীনুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী,সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক ড. সেলিম আল রেজা।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারী, অধ্যাপক ড. জাকির হুসাইন, অধ্যাপক ড. মনজুরুল হক, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. শাহজাহান আলী, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. আসাদুজ্জামান, অধ্যাপক এএসএম শরফরাজ নেওয়াজ, অধ্যাপক ড. হুসাইন আহমাদ, অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. আ হ ম নূরুল ইসলাম, অধ্যাপক ড. এএসএম আইনুল হক আকন্দ, অধ্যাপক ড. একেএম রাশেদুজ্জামান,অধ্যাপক ড. হাফিজুর রহমান,অধ্যাপক ড. একে নূরুল ইসলাম, অধ্যাপক ড. খোদেজা খাতুন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আশেক রায়হান মাহমুদ।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন