Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় রাশেদুল ইসলাম (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাশেদুল দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের মৃত পিয়ার প্রামানিকের ছেলে। রোববার (১৬ জুলাই) সকালের দিকে ভেড়ামারা হোসেনপুর দলুয়া মধ্যবর্তী মাঠ থেকে এ মরদেহ উদ্ধারটি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে এক কৃষক মাঠে ঘাস কাটতে গেলে ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে ভেড়ামারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে মাঠে ফেলে রেখে যায়। ওসি আরও জানান, এ বিষয়ে তদন্ত চলছে। অতি শীঘ্রই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন