Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইবির জিয়াউর রহমান হলে তালা ঝুলিয়ে বিক্ষোভ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে অপরিষ্কার-অপরিচ্ছন্নতা, খাবারের মান, ওয়াইফাই ও বিশুদ্ধ পানির সংকটসহ নানা সমস্যার বিষয়ে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রবিবার (৭ মে) বেলা ১২ টায় হলের গেটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে আবাসিক শিক্ষার্থীরা।

এসময় তারা ‘ওয়াফাইয়ের স্থায়ী সমাধান চাই’, ‘ডাইনিং এর খাবারের মান বৃদ্ধি করুন’, ‘বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে’, ‘হলের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে’, ‘হল প্রভোস্টের দায়িত্বহীনতার জবাবদিহি করতে হবে’, ‘দায়িত্বশীল প্রভোস্ট নিয়োগ করুন’, ‘বেতন ভাতা সবই হয়, কাজের বেলায় ফান্ড নাই’, ও ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি মানতে হবে নইলে দায়িত্ব ছাড়তে হবে’ ইত্যাদি বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।

হলের আবাসিক শিক্ষার্থী হানিফ হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে হলের ডাইনিং, টয়লেটগুলো অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এছাড়া টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের ট্যাপের পানি খাওয়ানো হচ্ছে। এছাড়া গত এক সপ্তাহ যাবত হলে ওয়াইফাই নেই। বিষয়গুলো নিয়ে কয়েকবার প্রভোস্ট স্যারের সাথে কথা হয়েছে। কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। এদিকে আজকে স্যারকে সমস্যাগুলো অবহিত করলে তিনি বলেন, সাধারণ ছাত্ররা যে যাই বলুক আমরা আমাদের মতো হল চালাবো।

হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান বলেন, ফান্ডে তেমন টাকা নেই। ফান্ড গঠন সাপেক্ষে যতদ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করব।

খুলনা গেজেট/ এসজেড

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন