Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুষ্টিয়ার সাথে খুলনা ও ফরিদপুরের অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

গেজেট ডেস্ক

কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক-শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার সাথে খুলনা ও ফরিদপুর রূটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট। আগামী ৯ এপ্রিলের মধ্যে দ্বন্দ্ব না মিটলে কুষ্টিয়ার সাথে সারা দেশে বাস চলাচল বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু।

কুষ্টিয়া জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিন ধরেই ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের সঙ্গে ফরিদপুরের ট্রিপ নিয়ে ঝামেলা চলছিল। তারই জের ধরে গত ৫ এপ্রিল মধ্যরাতে ঝিনাইদহের কালিগঞ্জ নামক স্থানে কুষ্টিয়ার গড়াই পরিবহনের স্টাফদের মারধর করেন ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তারই প্রতিবাদে শুক্রবার ভোর থেকে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই-রূপসা পরিবহন এবং কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী সকল যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

লাবলু জানান, ঝিনাইদহ শ্রমিক ইউনিয়ন বেশি ট্রিপের অন্যায্য দাবিতে আমাদের শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর ও বাস ভাংচুর করে। তারই প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন