Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে সন্ত্রাসীরা

গেজেট ডেস্ক

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ১৪নং আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিনকে (৫০) কুপিয়েছে সন্ত্রাসীরা।

রোববার (২৮ আগস্ট) রাত ১০ টার দিকে কালিদাসপুর-লালনগর সড়কে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহত চেয়ারম্যান ১৪নং আড়িয়া ইউনিয়নের দায়িত্ব পালন করে আসছেন এবং লালনগর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শুরু থেকেই তিনি সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানায়, চেয়ারম্যান হেলাল উদ্দিন দৌলতপুর কালিদাসপুর থেকে লালনগর বাড়িতে আসার পথে অজ্ঞাত ব্যক্তিরা মোটরসাইকেল থামিয়ে পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, আগামী ৪ সেপ্টেম্বর দৌলতপুর এবং লালনগর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে চেয়ারম্যান হেলাল উদ্দিন পুনরায় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রধান শিক্ষককের আপন ভাই কাজী মাহাতাব উদ্দিনের প্যানেল রয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির এই নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন