বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নিখোঁজের তিন দিন পর শ্রমিকের লাশ উদ্ধার

গে‌জেট ডেস্ক

কুষ্টিয়া শহরতলীর বটতৈল সেনের চাতাল এলাকায় রাব্বি (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাব্বি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার জঙ্গলী এলাকার আলিমের ছেলে এবং বটতৈল এলাকার একটি জুট মিলের শ্রমিক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, রাব্বি বটতৈল এলাকায় একটি জুট মিলের শ্রমিক ছিলেন। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে কুমারখালি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন নিহতের পিতা। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন