কুষ্টিয়ায় পুকুর খননে মিলল কষ্টিপাথরের মূর্তি

গেজেট ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে মালিকানাধীন পুকুর খননের সময় কষ্টিপাথরের প্রাচীন একটি মূর্তি পাওয়া গেছে। শুক্রবার (০১ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, কর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার মজনু ভেকু মেশিন দিয়ে তার বাড়ির পাশে কয়েকদিন ধরে পুকুর খনন করছিলেন। খননের এক পর্যায়ে শুক্রবার কালো পাথরের প্রাচীন একটি মূর্তি ভেকু মেশিনের সঙ্গে উঠে আসে। মুহূর্তেই এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার মানুষ মূর্তিটি দেখতে পুকুরপাড়ে ভিড় জমায়।

পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে কষ্টিপাথরের প্রাচীন মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এটি আদালতে জমা দেওয়া হবে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন