গাড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু

গে‌জেট ডেস্ক

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গাড়ি থেকে পড়ে মনা (২২) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৯টায় উপজেলার কামিরহাট মাটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মনা মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম সরদার জানান, সকাল ৯টায় মেহেরপুর থেকে পোড়াদহ কাপড়ের বাজারে যাচ্ছিলেন মনা। এ সময় কামিরহাট মাটপাড়া এলাকায় স্টিয়ারিং গাড়ির ওপর থেকে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন