কুষ্টিয়ায় বাসচাপায় শ্রমিকের মৃত্যু

গেজেট ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় বাসচাপায় মোশাররফ হোসেন (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

নিহত মোশাররফ হোসেন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোশাররফ নিজ বাড়ি থেকে বুধবার রাতে মোটরসাইকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন। পথে লালন শাহ সেতুর ওপরে পৌঁছালে একটি ডিম বহনকারী নছিমনের (থ্রি হুইলার) সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়েন মোশাররফ। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন