Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুষ্টিয়ার করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনায় আক্রান্ত ছিলেন। বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৯১ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৫৮ জন এবং ৩৩ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ১ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৭ জনে। নতুন ২৯২ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৮৭ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৯১ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৯২ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৮৭ জন, দৌলতপুরের ৪৪ জন, কুমারখালীর ৭০ জন, ভেড়ামারার ১৯ জন, মিরপুরের ৫০ জন এবং খোকসা উপজেলার ২২ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৯৩ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৭ হাজার ৮৪১ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬৩ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২৫ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৮৩৮ জন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন