Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৯ জন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। বুধবার (০৪ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২১১ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২১১ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৮০ জন এবং ৩১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ৫৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৯ জনে। নতুন ২৩১ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫০৩ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ১৫ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৩১ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৯০ জন, দৌলতপুরের ছয়জন, কুমারখালীর ৩১ জন, ভেড়ামারার ৪৫ জন, মিরপুরের ৪৫ জন এবং খোকসা উপজেলার ১৪ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৮৯ হাজার ৫৭২ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৪ হাজার ১৩ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ২৬৫ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭৭ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৯৮৮ জন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন