বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুমেক ল্যাবে ২১০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭.৯০ শতাংশ। শুক্রবার (২৫ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার খুমেক ল্যাবে শনাক্তের হার ছিলো ৫১.৫৫ শতাংশ, বুধবার ছিলো ৩৪ শতাংশ, মঙ্গলবার ছিলো ৪০ শতাংশ, আর সোমবার ছিলো ৩১ শতাংশ।

তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে বৃহস্পতিবার রাতে মোট ৫৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৪২৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া  বাগেরহাটে ২৫ জন, যশোরে ৭ জন, সাতক্ষীরায় ১ জন, নড়াইলে ২ জন ও পিরোজপুরের ১ জন রয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন