বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫

নিজস্ব প্রতিবেদক

খুলনায় শুক্রবার (১১ জুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত মইনুদ্দিন শেখ (৬৫) মোংলার জয়মনি এলাকার মৃত নওজেম আলী শেখের ছেলে।

তিনি করোনা আক্রান্ত হয়ে গত ৯ জুন খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় আজ একদিনে ১৩৫ জনের করোনা পজিটিভ এসেছে । শনাক্তের হার প্রায় ৩৬ শতাংশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৩২ জন খুলনা মহানগরী ও জেলার।

এরমধ্যে ১৩৫ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১১৬ জন, বাগেরহাট ১৩ জন, যশোর ২ জন, সাতক্ষীরা ৩ জন ও পিরোজপুর জেলার ১ জন রয়েছেন।

মৃত্যুর সিরিয়াল নম্বর ৩০১। (১) মঈনুদ্দিন শেখ (৬৫)।পিতা মৃত নরজেম আলী শেখ। জয় মনি মংলা বাগেরহাট। তিনি ইং ০৯/ ০৬/ ২১ তারিখে মেডিকেলে করণা ইউনিটে ভতি হয়ে

 

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন