বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দৌলতপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর দৌলতপুর থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় জুয়া খেলার সরঞ্জাম, তাস ও নগদ টাকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।

কেএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন দক্ষিণ কাশিপুর নতুন রাস্তার মোড় রেল লাইনের পূর্ব পাশে পরিত্যক্ত ফাঁকা টিনের ঘরের মধ্যে হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন খালিশপুর থানার দক্ষিণ কাশিপুর সেলিমের বাড়ীর ভাড়াটিয়া মোঃ হানিফের ছেলে মোঃ হাসান (২৫) এবং সোনাডাঙ্গা মডেল থানার বয়রা আইজের মোড় এলাকার মৃত: আনোয়ার আলী ফকিরের ছেলে মোঃ আশরাফ ফকির (৫২)। এ সময় তাদের নিকট হতে জুয়া খেলার সরঞ্জাম ৩ বান্ডিল তাস, ৯০০০ টাকা, একটি রিক্সেনের পাটি এবং লাল ও নীল সাদা রংয়ের চেক গামছা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন