বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীর লবনচরায় যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আলামিন (১৯) নামের এক যুবক মারাত্মক জখম হয়েছে। আজ মঙ্গলবার (১ জুন) রাত ৯ টায় খুলনার লবনচরা থানার ছোট বান্দা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আহত যুবক আমতলা আলতাফ গাজীর ছেলে।

এলাকাবাসী জানায়, আলামিন খুলনা সেভেন রিং সিমেন্ট ফ্যাক্টরীতে কাজ করেন। তিনি কর্মস্থলে যাওয়ার জন্য রাতে বাসা থেকে বের হয়েছিলেন। লবনচরা ছোট বান্দা বাজার এলাকায় পৌছালে অজ্ঞাতনাম কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে মাথা, পিঠে, ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এলাকবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, কিছু দিন আগে আলামিনের সাথে একই এলাকার নাঈম, মিরাজ ও ইমরান নামের কতিপয় যুবকের বচসা হয়। তারই জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

লবনচরা থানা অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনা সম্পর্কে জানেন না এবং এ বিষয়ে তার সাথে কেউ যোগাযোগ করেনি বলে জানান।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন