বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে গৃহবধূর মৃত্যু : কি লেখা আছে স্বামীর চিঠিতে ?

নিজস্ব প্রতিবেদক

খুলনার খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গা এলাকার গৃহবধূ খাদিজা আক্তার রুনুর হত্যাকারী ঘাতক স্বামীকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে পুলিশ রুনুর লাশের পাশ থেকে হত্যার কারণ সম্বলিত একটি চিঠি উদ্ধার করেছে। যেটি তার স্বামীর লেখা বলে পুলিশের ধারণা।

থানা সূত্রে জানা গেছে, ২২ মে রাতে তার মেয়ের সাথে শেষ কথা হয়। সোমবার রাতে লোক মারফতে তিনি জানতে পারেন মেয়ে খুন হয়েছে। জামাই’র সাথে মেয়ের বনিবনা ছিল না। তাদের সংসারে প্রায়ই কলহ লেগে থাকত। তার মেয়ের স্বামী খুনী। আজ মঙ্গলবার বিকেলে নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে তার মেয়ের স্বামীসহ ও অজ্ঞাতনামা আরও দু’জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন, যার নং ১১।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস বলেন, নিহতের মা থানায় মামলা করেছেন। মেয়ের স্বামীকে আসামি করে মামলা করা হয়েছে। রুনুর লাশের পাশে পুলিশ হত্যার কারণ সম্বলিত একটি চিঠি পাওয়া গেছে। সেখানে তাকে হত্যার সব কারণ লেখা আছে। তদন্তের স্বার্থে পুলিশ সেটা প্রকাশ করছে না। আসামি এনামুল আকুঞ্জিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করতে পারলে সব ঘটনা প্রকাশ হবে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন