বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৩

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন খুলনা মহানগরীর দৌলতপুরের আঃ আজিজ (৫৭), টুটপাড়া এলাকার আমসুউদ্দীন আহমেদ (৭৫) ও বাগমারা এলাকার খান আব্দুল মান্নান (৬৯)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৫৩ জনের মৃত্যু হয়।

এদিকে বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। রেডজোনে ৪৭ জন এবং ইয়োলো জোনে ২২ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ছয়জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দৌলতপুর রেলীগেট এলাকার বাসিন্দা মৃত. হয়রত আলীর ছেলে আঃ আজিজ (৫৭) মৃত্যুবরণ করেন। তিনি গত ১০ মে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুবরণ করেন।

এছাড়া সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আমসুউদ্দীন আহমেদ (৭৫) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি নগরীর টুটপাড়া এলাকার বাসিন্দা মৃত আ. বারীর ছেলে। ১০ মে করোনায় আক্রান্ত অবস্থায় খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এর আগে, বুধবার রাত ২টা ১৫ মিনিটে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খান আব্দুল মান্নান (৬৯) আরও এক রোগীর মৃত্যু হয়। গত ৩০ এপ্রিল হাসপাতালে ভর্তি হন তিনি। তিনি সদর থানাধীন বাগমারা এলাকার বাসিন্দা মৃত আলী আকবর খানের ছেলে।

এদিকে বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের করোনা পরীক্ষায় ৭৩ জনের পজিটিভ এসেছে।

এরমধ্যে খুলনা মহানগরী ও জেলার ৫২ জন রয়েছেন। এছাড়া বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরার একজন, ঢাকার দুইজন, যশোরের দুইজন, নড়াইলের দুইজন, ঝিনাইদহের দুইজন, চুয়াডাঙ্গায় একজন ও টাঙ্গাইলের একজনের করোনা পজেটিভ এসেছে।

 

খুলনা গেজেট/এমএইচবি/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন