বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীর জিরোপয়েন্টে সড়ক দুর্ঘটনায় আহত ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে। সোমবার (১৭ মে) রাত ৮ টায় নগরীর লবনচোরা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্টের কাছে সিকদার ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী সাতক্ষীরা সদরের বাগডাঙ্গা এলাকার মৃত ইদ্রিস আলী সরদারের ছেলে মোঃ রাকিব হোসেন (৩৫) এবং একই এলাকার আঃ রাজ্জাকের ছেলে জাকির হোসেন (২২)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, লবনচোরা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্টের কাছে সিকদার ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন