বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

মোবাইল ফোন নিয়ে ভাইয়ের সাথে ঝগড়ায় বোনের আত্মহত্যা

পাইকগাছা প্রতিনিধি

মোবাইল ফোন নিয়ে ঝগড়া করে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সপ্তম শ্রেণীর ছাত্রী নিপা মন্ডল। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের মাতাম চলছে।

থানা পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, পাইকগাছার লস্কর ইউনিয়নের কড়লিয়া গ্রামের কিরন চন্দ্র মন্ডলের বড় মেয়ে নিপা মন্ডল ও তার ছোট ভাই মোবাইল ফোন নিয়ে ঝগড়া করে। এক পর্যায়ে মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে অভিমানে নিপা বসত ঘরের আড়ায় নিজের ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে।

ছোট ভাই দেখতে পেয়ে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে এসে নীপাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন হাসপাতালে নিপাকে দেখতে আসেন।

থানার ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন