বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় একদিনে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৩৩

নিজস্ব প্রতিবেদক

খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৩৩ জনের করোনা পজিটিভ এসেছে এবং ১০ ঘন্টার ব্যবধানে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৭০ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩০ জন, বাগেরহাট ২ জন ও কুমিল্লা জেলার ১ জন রয়েছে।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন, খুলনার শফিকুল ইসলাম(৬০) ও নড়াইলের উজ্জ্বল শেখ (৪০)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৪২ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলামের মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সিদ্দিকীয়া মহল্লার মৃত সোনা মিয়ার ছেলে। ৩ মে তিনি খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

এর আগে ভোর ৫ টা ৪০ মিনিটে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল শেখের মৃত্যু হয়। তিনি নড়াইল লোহাগড়া মল্লিকপুর এলাকার মোকাব্বর শেখের ছেলে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন