বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ভৈরব সেতুর টেষ্ট পাইলিংয়ের স্থান পরিদর্শনে সওজ এর নির্বাহী প্রকৌশলী

দিঘলিয়া প্রতিনিধি

খুলনা সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ মঙ্গলবার (০৫ এপ্রিল) ভৈরব সেতুর পূর্ব দিক দিঘলিয়ার নগরঘাট ফেরিঘাট থেকে উপজেলা সদর সংলগ্ন কুকুরমারা এলাকা পর্যন্ত পরিদর্শন করেন। এ সময় তিনি দেয়াড়া ঈদগাহে সরকারি খাস জমির উপর সেতুর ২৪ ও ২৫ নং পিলারের টেষ্ট পাইলিং এর স্থান সরজমিনে পরিদর্শন করেন এবং সেতুর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী অসীত কুমার অধিকারীকে প্রয়োজনীয় পরামর্শ এবং নির্শেশনা প্রদান করেন।

অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ভৈরব সেতুর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী অসীত কুমার অধিকারী, কিউ এস ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মসিউর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি ও মোঃ হাফিজুর রহমান। এর আগে তিনি সেতু বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশন লিঃ (করিম গ্রুপ) এর দেয়াড়া ইউনাইটেড ক্লাব মাঠে স্থাপিত বেজক্যাম্প প্লাস স্টক ইয়ার্ড পরিদর্শন করেন।

তিনি দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলমের অফিস কক্ষে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তিনি ভৈরব সেতুর অগ্রগতির স্বার্থে ভূমি অধিগ্রহণের প্রস্তাবনার ছাড়পত্র পাশ হয়ে আসার পূর্বে ব্যক্তি মালিকানাধীন জমিতে টেষ্ট পাইলিং করার জন্য তার সহযোগীতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যপারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন